নিউজ ডেস্ক, ২৭ সেপ্টেম্বর : আইকোর চিটফান্ড মামলায় এবারে মদন মিত্র ও তার ছেলেকে তলব করল সিবিআই। সূত্রের খবর, মদন মিত্রকে আজই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও ছেলেকে আগামীকাল হাজিরা দেওয়া নির্দেশ দিয়েছে সিবিআই৷ উল্লেখ্য কিছুদিন আগেই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং মানস ভুঁইয়াকে তলব করেছিল সিবিআই৷
আইকোর চিটফান্ড মামলায় বেশকিছুদিন ধরে রাজ্য তৃণমূল একের পর এক নেতাকে তলব করেছে সিবিআই৷ দিনকয়েক আগে শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আইকোর চিটফান্ড মামলায় নিজাম প্যালেসে হাজিরার জন্য নোটিশ পাঠিয়েছিল সিবিআই ৷ কিন্তু, তাঁর দফতরের কাজ থাকায় নিজাম প্যালেসে হাজিরা দিতে যাননি পার্থ চট্টোপাধ্যায়। ঘটনায় সিবিআই আধিকারিকরা মন্ত্রীর দফতরে পৌঁছে যান জিজ্ঞাসাবাদের জন্য৷ কিছুদিন পর রাজ্যের আরেক মন্ত্রী মানস ভুঁইয়াকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআই। তাঁর বিধানসভা এলাকায় বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দেন মানস ভুঁইয়া। এবারে আইকোর চিটফান্ড মামলায় মদন মিত্র ও তার ছেলে স্বরূপ মিত্রকে তলব করল সিবিআই। সূত্রের খবর, মদন মিত্রকে আজই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও ছেলেকে আগামীকাল হাজিরা দেওয়া নির্দেশ দিয়েছে সিবিআই৷ সূত্রের খবর, আইকোর চিটফান্ডের মালিক অনুকূল মাইতির সঙ্গে মদন মিত্র এবং তাঁর ছেলে স্বরূপ মিত্র কোনো যোগাযোগ রয়েছে কি না, বা থাকলেও কিভাবে রয়েছে? তাঁরা কোনওভাবে আর্থিক লাভবান হয়েছিলেন কি না সহ একাধিক প্রশ্ন উঠে আসতে পারে জিজ্ঞাসাবাদে। তবে মদন মিত্র আজ সিবিআইয়ের কাছে হাজিরা দেন কি না সেটাই এখন দেখার।