নিউজ ডেস্ক, ১৯ সেপ্টেম্বর : রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এবারে আইকোর চিটফান্ড কাণ্ডে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞাকে সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
সূত্রের খবর, আইকোরের অনুষ্ঠান মঞ্চে মানস ভুঁইঞাকে দেখা গিয়েছিল। সেখানে বক্তব্যও রেখেছিলেন তিনি। সেই ভিডিও সিবিআইয়ের হাতে এসেছে। সংস্থাটি থেকে তৃণমূল বিধায়ক কোনও আর্থিক সুবিধা নিয়েছেন কিনা, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সূত্র ধরেই তাকে জেরা করতে চাইছে সিবিআই। তাই এবারে পার্থ চট্টোপাধ্যায়ের পর মানস ভুঁইঞাকেও তলব করল সিবিআই। সিবিআই সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের রেকর্ড করা বয়ান খতিয়ে দেখছে তারা। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেও জেরা করা হতে পারে মানস ভুঁইঞাকে।