নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২১ অক্টোবর : গ্রাহকদের গচ্ছিত টাকা আত্মসাতের অভিযোগ উঠলো ইটাহার থানার হাটগাছি গ্রামীন ডাকঘরের এক কর্মীর বিরুদ্ধে। জানা গিয়েছে অভিযুক্ত ঐ কর্মীর নাম রেজিনা বিবি। গ্রাহকদের অভিযোগ, টাকা জমা নেওয়ার সময় পাশবইয়ে লিখে দিলেও সেই টাকা সরকারী খাতে জমা পড়েনি।
প্রায় দুকোটি টাকা আত্মসাৎ করেছেন রেজিনা বিবি। দুর্নীতের খবর সামনে আসতেই ডাকঘরে আসা বন্ধ করে দিয়েছেন তিনি।” এদিকে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন ডাকঘরের গ্রাহকেরা। ” অনেকেই এদিন ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন। বুধবার এই ঘটনার তদন্তে হাটগাছি গ্রামীন ডাকঘরে আসেন রায়গঞ্জ জেলা ডাকঘরের দুই আধিকারিক। কাগজপত্র খতিয়ে দেখেন তারা। আধিকারিকদের সামনে পেয়ে নিজেদের টাকা ফেরতের দাবী জানান গ্রাহকেরা। এই ঘটনায় ডাকবিভাগের কর্মী রেজিনা বিবির বিরুদ্ধে ইটাহার থানায় গ্রাহকেরা লিখিত অভিযোগ দায়ের করেছেন।