নিউজ ডেস্ক , ২৩ ডিসেম্বর : ২০২০ সালটি খারাপ হলেও বিনোদন জগতের কাছে বেশ আনন্দেরই বলা চলে৷ একের পর এক বিয়ে, পরিবারে নতুন সদস্য আসা সব মিলিয়ে বেশ সুখবরে ভরপুর। তেমনই সুখবর গওহর খানের জীবনে ৷ আগামী ২৫শে ডিসেম্বর সকলের কাছে বড়দিন বা ক্রিসমাস হলেও গওহর খানের কাছে এটি তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। বিয়ে করতে চলেছেন তিনি।
পাত্র সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ দরবার, যিনি নিজে একজন কোরিওগ্রাফার। গওহরের তুলনায় তার হবু বর বয়সে ১২ বছরের ছোট। গওহরের বয়স ৩৭ আর জায়েদ দরবারের বয়স ২৫। তবে গওহর জানিয়েছেন, এই বয়সের পার্থক্য তাদের ভালবাসার ওপর কোনো প্রভাব ফেলবে না।
ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার পোশাকেই সেজে উঠবেন ব্রাইড টু বি গওহর। মঙ্গলবার সকাল থেকেই গওহরের বিয়ের নানা অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ কখনও গায়ের হলুদ পর্ব, তো কখনও সঙ্গীত ৷ সবেতেই উজ্জ্বল ছিলেন গওহর খান ও তাঁর স্বামী জায়েদ দরবার ৷
ইশকজাদে’, ‘রকেট সিং..সেলসম্যান অফ দ্য ইয়ার’-সহ একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন গওহর। গোহরের শেষ উল্লেখযোগ্য বলি রিলিজ- সৃজিত মুখোপাধ্যায়ের ‘বেগমজান’। একধিক টেলিভিশন শোয়েরও পরিচিত মুখ গওহর, তাঁকে দর্শক সবচেয়ে বেশি চেনে বিগ বস সিজন ৭-এর বিজেতা হিসেবে।