নিউজ ডেস্ক , ২৫ ডিসেম্বর : রক্তচাপ ওঠানামা হওয়ায় সুপারস্টার রজনীকান্তকে হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হল। শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। গত ১০ দিন থেকে হায়দরাবাদে একটি সিনেমার শুটিং করছিলেন তিনি।
সেখানেও বেশ কয়েকজন ক্রুমেম্বার কোভিড -১৯ পজিটিভ। যদিও ২২ ডিসেম্বর রজনীকান্তের কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। তবে তার ব্লাড প্রেসার মারাত্মক ওঠানামা করায় আরও প্রয়োজনীয় পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তচাপে স্থিতি না আসা পর্যন্ত তাকে হাসপাতালে পর্যবেক্ষণ করা হবে। উল্লেখ্য, রজনীকান্ত হায়দরাবাদে তাঁর তামিল ছবি ‘আন্নাথে’র শুটিং করছিলেন। জানা গেছে প্রায় ৪০% শুটিং শেষ হবে। এই ছবিতে রজনীকান্তকে ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কির্তি সুরেশ তাঁর বোনের চরিত্রে অভিনয় করছেন।