নিউজ ডেস্ক , ১৭ ডিসেম্বর : ঘন কুয়াশাকে ঢাল করে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে বি এস এফের গুলিতে খতম দুই পাক জেহাদি। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের রাজাতাল সেক্টরে। অনুপ্রবেশ রুখে দেওয়ায় সন্ত্রাসবাদী কার্যকলাপে হ্রাস টানা সম্ভব হল এলাকায়৷
তীব্র শৈত্যপ্রবাহ আর ঠান্ডায় সীমান্তে রাতে টহল দেওয়া কার্যত অসাধ্য। সেই কঠিন প্রতিকূল আবহাওয়ায় প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরেও পাঞ্জাবের পাকিস্তান (Pakistan) সীমান্তের অমৃতসরের রাজাতাল সেক্টরে টহল দিচ্ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ঘন কুয়াশা থাকায় দৃশ্যমান্যতা কম ছিল চারদিকে। সেই সুযোগে কাঁটাতারের বেড়া টপটে অনুপ্রবেশের চেষ্টা করছিল পাকিস্তানের জেহাদিরা। কিন্তু সীমান্তে কর্তব্যে অবিচল বি এস এফ জওয়ানেরা পাক সন্ত্রাসবাদীদের সেই পরিকল্পনা রীতিমতো ভেস্তে দেয়৷ ভোরের অন্ধকার আর ঘন কুয়াশার সুযোগ নিয়ে ভারতের দিকে এগিয়ে আসতে থাকে সন্ত্রাসবাদীরা৷ সেই সময় রুখে দাঁড়ালে বি এস এফকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। পাল্টা গুলিতে খতম হয়ে যায় দুই জেহাদি। নিহতদর কাছ থেকে একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়। উল্লেখ্য লাদাখে চিনের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর থেকেই কাশ্মীর সীমান্তেও নজরদারি বাড়িয়েছে ভারত। এই পরিস্থিতিতে চিনের উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তের ওপার থেকে গোলাগুলি ছোঁড়ার পাশাপাশি মদতপুষ্ট জঙ্গিদের ক্রমাগত ভূস্বর্গে ঢোকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। কিন্তু সেই অপচেষ্টা আটকাতে সীমান্তে দৃঢ় প্রতিজ্ঞ দেশের বীর সেনানীরা।