নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ১৩ অক্টোবর : সাতসকালে রাজ্য সড়কের পাশে শৌচাগারে বিস্ফোরণ। বোমা বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠলো রতুয়া থানার ভাদো এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে হুরমুড়িয়ে ভেঙে পড়ে ওই শৌচাগার। এমনকি বিস্ফোরনে উড়ে যায় শৌচাগারের ছাদ। কি করে ওই এলাকায় এতো পরিমাণে বোমা আসলো তা নিয়ে রীতিমতো চিন্তায় স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, ভাদো এলাকায় রাজ্য সড়কের পাশে রয়েছে একটি গোডাউন। গোডাউন সাথেই রয়েছে শৌচাগার। সোমবার সকালে বাজার সহ নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যস্ত ছিলেন এলাকার বাসিন্দারা। ঠিক সে সময়ই বিকট শব্দে কেঁপে ওঠে ভাদো স্ট্যান্ড এলাকা। ঘটনাকে ঘিরে গোটা এলাকাজুড়ে শোরগোল পরে যায়। এমনকি ওই শৌচাগারে বোমা বিস্ফোরণ হতেই ভেঙে পড়ে শৌচাগারটি। বিস্ফোরনের তীব্রতায় উড়ে যায় শৌচাগারের ছাদ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রতুয়া থানার পুলিশ কর্মীরা। স্থানীয়রা বাসিন্দারা জানিয়েছেন, সন্ধ্যের পর নেশায় মত্ত বেশ কিছু যুবকের আনাগোনা রয়েছে এলাকায়। সেই সমস্ত নেশায় আসক্ত যুবকরা হয়তো এই বোমা মজুদ করেছিল। যদিও কারা এই বোমা মজুদ করার সাথে যুক্ত সমগ্র দিক খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরূ করেছে রতুয়া থানার পুলিশ।