নিউজ ডেস্ক , ১৭ নভেম্বর : আমরা সকলেই প্রায় জানি যে, জল পরিশ্রুত করতে ফিটকিরির ব্যবহার করা হয়৷ ফিটকিরি এক প্রকার অর্ধস্বচ্ছ কাচসদৃশ কঠিন পদার্থ। তবে জল পরিশ্রুত ছাড়াও নানা কাজে ফিটকিরি ব্যাবহার করা হয়।
১) ফিটকিরি ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। ফিটকিরির গুঁড়া জলের সাথে মিশিয়ে সেই জল দিয়ে গা ধুলে ঘামের দুর্গন্ধ চলে যায়।
২) ত্বকের বলিরেখা দূর করে ফিটকিরি। এক টুকরো ফিটকিরি জলে ভিজিয়ে মুখে ভালো করে ঘষুন। এরপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
৩) অতিরিক্ত জল ঘাটার ফলে কারণে হাতে হাজা বা পায়ের পাতা ফুলে গেলে, সেই স্থানে নিশ্চিন্তে ফিটকিরি ব্যবহার করতে পারেন। এক টুকরো ফিটকিরি জলে দিয়ে
সেই জল ভালো করে গরম করে নিন। সেই জল ঠাণ্ডা হয়ে গেলে, পা চুবিয়ে রাখুন। দুর্দান্ত আরাম পাবেন।
৪) উকুন দূর করতে সাহায্য নিতে পারেন ফিটকিরির। সামান্য জলে ফিটকিরির গুঁড়া ও কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মেশান। মিশ্রণটি মাথার ত্বকে ঘষুন সময় নিয়ে। কিছুক্ষণ রেখে ভালো করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
৫) ঠাণ্ডা লেগে গলায় ব্যথা হলে বা গ্ল্যান্ড ফুলে গেলে গরম জলে এক চিমটে নুন ও ফিটকিরি গুড়ো করে মিশিয়ে, দিনে কয়েকবার গার্গেল করুন। আরাম পাবেন।
৬) ব্রণ দূর করতে ফিটকিরি ব্যবহার করা যেতে পারে। এক চা চামচ মুলতানি মাটির সঙ্গে দুই চা চামচ ডিমের সাদা অংশ ও এক চা চামচ ফিটকিরির গুঁড়া মেশান। প্যাকটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন ১৫ মিনিট। সপ্তাহে তিনদিন ব্যবহার করলে দূর হবে ব্রণ।
৭) দাড়ি কাটার সময় গাল কেটে গেলে অনেকসময় সেলুনে ফিটকিরি ঘষে দেয়। তবে কেবল গাল কাটলেই নয়, যে কোনওরকম আঘাতে রক্তপাত হলে, সেখানে ফিটকিরি গুড়ো করে লাগিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই রক্তপাত বন্ধ হবে।
৮) দাঁতের যন্ত্রণা ও মুখের দুর্গন্ধ দূর করতেও ফিটকিরি খুব ভালো কাজ করে।
গরম জলে ফিটকিরি গুলে সেই জল দিয়ে কুলকুচি করুন। আপনি দাঁতের যন্ত্রণার হাত থেকে নিশ্চিতভাবেই মুক্তি পাবেন পাশাপাশি দূর হবে মুখের দুর্গন্ধ।