আরসিটিভি সংবাদ –এবারে নিউরো সার্জারিতে সাফল্য পেল মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। স্বল্প পরিকাঠামোর মধ্যে জটিল এই অস্ত্রোপচার করে নজির গড়েছে মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা।জানা গিয়েছে, মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা রঞ্জন সাহা ২২দিন আগে গাছ থেকে পড়ে গুরুতর জখম হয়। ভেঙ্গে যায় তার কোমরের হাড়।
আরও পড়ুন – বিনোদন ক্ষেত্রে সাফল্য রায়গঞ্জে পৌরসভার!
দরকার ছিল অস্ত্রোপচারের। কিন্তু বাইরে নিয়ে যাওয়ার মত আর্থিক সংস্থান না থাকায় জখম ওই ব্যক্তির চিকিৎসা চলছিল মালদা মেডিক্যাল কলেজে।অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় মালদা মেডিকেল কলেজের নিউরোসার্জন ড: অশোক কুমার আচারিয়ার নেতৃত্বেচিকিৎসকদের একটি টীম প্রায় ৬ঘন্টার প্রচেষ্টায় এই অস্ত্রোপচার সম্পন্ন করে।বিনামূল্যে জটিল এই অস্ত্রোপচার করতে পেরে খুশী রোগীর পরিজনেরা। এজন্যে চিকিৎসকদের প্রতি ধন্যবাদজ্ঞাপন করেছে রোগীর পরিবার।