আর সি টিভি সংবাদ , ৫ মার্চ :হাতে গোনা আর মাত্র একটি দিন। তারপরই রঙীন উৎসবে মাতবেন আপামর দেশবাসী। ৭ই মার্চ মঙ্গলবার দোল উৎসব। বিগত ৩ বছর করোনার জন্য দোল উৎসব কোথাও একটা ফিকে হয়ে গিয়েছিল। কিন্তু অসুররুপি করোনা বধের পর এখন স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। যার জেরে এবারে দোল উৎসব ঘিরে মানুষের উন্মাদনা বেড়ে গিয়েছে ৩ গুন।
আরও পড়ুন –পাইপলাইন বিকল হয়ে পরায় ট্যাপ থেকে মিলছে না জল
ইতিমধ্যে চলছে তারই প্রস্তুতি। বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জ শহরেও। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে বসে গিয়েছে আবীর-রঙের পসরা। নানান রঙের আবীর, রং, পিচকিরি, মাস্ক, টুপি, পরচুলা, পোশাক আরও কতকি। চলতে ফিরতে আট থেকে আশি একবার অবশ্যই ঢু মারছে দোকানগুলিতে। প্রয়োজনমত কিনছেন জিনিসপত্র। এবছরে আর কোনো বাধা নেই। তাই মন খুলে রঙের উৎসবে মাতবেন মানুষ। একে অপরকে রাঙিয়ে দিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবেন সকলেই। সারা বছর মানুষ কর্মব্যস্ততার মধ্যে দিয়ে জীবন কাটান। তাই বছরের এই একটি দিন রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই। তাই এখন থেকে কেনাকাটি সেরে নিচ্ছেন রায়গঞ্জে সাধারন মানুষ।
আরও পড়ুন –অসুস্থ অবস্থায় পথে ঘাটে ঘুরছে বাবা,ছেলের কীর্তিতে সরব এলাকাবাসীরা
অন্যদিকে সব থেকে বেশী উৎসাহিত কঁচিকাঁচারা। দোকানে এসে এত হরেক রকম আইটেম দেখে চোখ ছানাবড়া । চোখে মুখে উচ্ছ্বাস তাদের।অন্যদিকে ব্যবসায়ীদের দাবী, অন্যান্য বারের তুলনায় এবছরে বিক্রি বেড়েছে। বিগত ৩ বছর করোনার জন্য ব্যবসা লাটে উঠেছি। এবছর তা পুষিয়ে যাবে বলে আশাবাদী বিক্রেতারা।সবমিলিয়ে এখন রং খেলার জন্য প্রতীক্ষার প্রহর গুনছেন শহরবাসী।