নিউজ ডেস্কঃ শবরী রসোই, অযোধ্যায় একটি নতুন উদ্বোধন করা রেস্তোঁরা, যার বিরুদ্ধে গ্রাহকদের থেকে অতিরিক্ত চার্জ নেওয়ার অভিযোগে সামনে এসেছে। দুই কাপ চা এবং টোস্টের জন্য 252 টাকার বিল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। উল্লেখ্য, ভক্ত এবং তীর্থযাত্রীদের 10 টাকায় এক কাপ চা এবং দুই টুকরো টোস্ট পরিবেশন করার কথা ছিল রেস্তোরাঁটির।
অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ (ADA) সেই রেস্তোরাঁর মালিককে কারণ দর্শানোর নোটিশ জারি করলে দোকানদার সমস্যায় পড়ে। ADA, যেটি রাম মন্দিরের কাছে নবনির্মিত বহুতল বাণিজ্যিক কাঠামো অরুন্ধতী ভবন পরিচালনা করে, রেস্তোরাঁর মালিক, আহমেদাবাদে অবস্থিত মেসার্স কাভাচ ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট লিমিটেডকে তিন দিনের আলটিমেটাম দিয়েছে নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে ব্যবসার বন্ধ হয়ে যেতে পারে।
সত্যেন্দ্র মিশ্র, শবরী রাসোই-এর প্রধান, রেস্তোরাঁটিকে রক্ষা করেছেন এবং কথিত আছে যে সোশ্যাল মিডিয়ায় বিলের প্রচারকে বিনামূল্যে প্রচার লাভের একটি প্রচেষ্টা বলে অভিহিত করা হয়েছে। তিনি স্পষ্ট করেছেন যে রেস্তোরাঁটি বড় হোটেলগুলির সাথে তুলনীয় সুযোগ-সুবিধা প্রদান করে এবং ইতিমধ্যেই ADA’র নোটিশে নড়েচড়ে বসেছে সেই রেস্তোরাঁ।