ওষুধের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি মাদক উদ্ধার

গোপনসুত্রে পাওয়া খবরের ভিত্তিতে এক ওষুধের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি মাদক উদ্ধার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ প্রশাসনের।রবিবার রাতে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।

ট্যাব দূর্নীতি কান্ডে ধৃতদের পেশ আদালতে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘুমের এবং পেইন কিলার হিসেবে যে ইনজেকশনগুলি মূলত অপারেশন থিয়েটারে ব্যবহার হয়ে থাকে সেগুলি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই পাচার করা হচ্ছিলো।খবর পেয়ে পাঞ্জিপাড়া বাজারের ওই ওষুধের দোকানে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় প্রচুর পরিমাণ কড়াডোজের মাদক হিসেবে ব্যবহৃত বেআইনি ইঞ্জেকশন ও ওষুধ। আটক করা হয়েছে ওই ওষুধ ব্যবসায়ীকেও। সিল করে দেওয়া হয়েছে দোকানটিও।পাশাপাশি বেআইনি এই কাজে আরো একটি দোকানের খোঁজ মিলেছে বলে জানানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফে।অন্যদিকে এই অভিযান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা।তিনি জানিয়েছেন , ধৃতের নাম নুর ইসলাম।তার কাছ থেকে ফেন্সিডিল , ইঞ্জেকশন সিরিঞ্জ , ওষুধ সহ প্রায় ২০লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক বিক্রি ঠেকাতে আগামীতেও এই অভিযান চলবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা.

Next Post

আজও মেলেনি পাকা সেতু, বঞ্চনার অন্ধকারে গ্রামের মানুষ

Mon Nov 18 , 2024
নদীর দুপারে যাতায়াতের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। যার উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। অনেক সময় ঘটে যায় দুর্ঘটনা। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাসিডাঙ্গা গ্রামের উপর দিয়ে প্রবাহিত কুলিক নদী। ওষুধের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি মাদক উদ্ধার নদীর উপরে পাকা […]

আপনার পছন্দের সংবাদ