রাফতরের আসল নাম কি জানেন?

দ্বিতীয়বার ছাদনাতলায় গায়ক রাফতার ( singer, rapper raftaar ) । বলিউড তথা মিউজিক জগতে অন্যতম পরিচিত নাম রাফতার ( raftaar )। বিশেষত তিনি RAP গান করে সকলের মন জয় করেছেন। বাদশা ( badsha ), ইয়ো ইয়ো হানি সিং ( yo yo honey singh ), এমিওয়ে বানটাই ( emiway bantai ) সকলের মতোই অনেক জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। রাফতার যার আসল নাম দিলীন নায়ার ( dilin nayar ) । হানি সিংহের ‘মাফিয়া মুন্ডের’ মিউজ়িক গ্রুপের সদস্য ছিলেন তিনি। তারপর সেখান থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেন নিজের। ‘সোয়াগ মেরা দেশি’ ( swag mera desi ) গানের জন্য ২০১৪ সালে পুরস্কৃত হন। তিনি স্টাইলিস্ট ( stylish ) হিসাবে বেশ কয়েকটি রিয়্যালিটি টিভি শো ( reality tv show ) , মিউজ়িক ভিডিয়ো ( music video ) এবং টিভি বিজ্ঞাপনে ( tv advertisement ) কাজ করেছেন। এর আগে রিয়েলিটি শো এমটিভি রোডিজের ( mtv show roadies )বিচারক ছিলেনও রাফতার। এছাড়াও রাফতরের জনপ্রিয় গান গুলি, ‘ মরনি, কালি কার, ঘানা কাসুতা আরো অনেক। ২০১১ সাল থেকে প্রথম স্ত্রী কোমল বোহরার ( komal vohra ) সঙ্গে সম্পর্কে ছিলেন রাফতার। ভালোবেসে বিয়ে করেছিলেন দুজন দুজনকে। ৫ বছর প্রেম করার পর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদে আবদ্ধ হন দুজনে। কিন্তু বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই তাদের সম্পর্কে ফাটল ধরে। ভেঙে যায় প্রথম সম্পর্ক ( first relation ) । 2020 সালে বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন দুজনে। ঠিক তাঁর ২ বছর পর আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদে ( divorce ) সীলমহর পরে।
গাঁটছড়া বাঁধলেন আবার

বিবাহবিচ্ছেদের ৩ বছর পর দ্বিতীয়বার সম্পর্কে ( second relation বাঁধা পড়লেন রাফতার ( raftaar )। এবারে কলকাতার জামাই হলেন ব়্যাপার রাফতার ( rapper raftaar ) । নতুন বছরের শুরুতেই মনরাজ জওয়ান্দার ( manraj jawanda ) সঙ্গে শুক্রবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে সাদামাটা ভাবে বিয়ে করলেন রুপটান শিল্পী ( makeup artist ) মনরাজ জওয়ান্দার সঙ্গে। একেবারে দক্ষিণ ভারতের সনাতনী রীতি মেনেই কলকাতার মেয়েকে বিয়ে করলেন রাফতার। বিয়ের আগেই প্রি ওয়েডিং সেলেব্রেশন ( pre – wedding celebration ) সারেন দুজনে। সেই ছবিও ভাইরাল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ( viral on social media )। ভিডিওতে দেখা গিয়েছে রাফতার ও তাঁর ভাবি স্ত্রী একটি গানে জমিয়ে নাচছেন। আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে নিজের হাতের মেহেন্দি দেখাচ্ছেন মনরাজ। তারপরের দিনই সারলেন বিয়ে। দুজনেই সাদা ও সোনালী রংয়ের কম্বিনেশনের পোশাক পড়েছিলেন। এদিকে তাঁর স্ত্রীর গলায় কিন্তু লক্ষ্য করা গেছে হার। হাতে অবশ্য লাল রংয়ের চুরি পড়েছিলেন। ছবিতে বেশ মিষ্টি লুকে ধরা পড়েছেন দুজনে।
জানেন কে এই মনরাজ জাওয়ান্দা?

রাফতরের দ্বিতীয় স্ত্রী নরাজ জাওয়ান্দা পেশায় একজন রুপটান শিল্পী ( makeup artist ), ফ্যাশন স্টাইলিস্ট ( fashion stylish ) এবং ফিটনেস ( fitness ) উৎসাহী। কলকাতায় জন্ম ও সেখান থেকে বেড়ে ওঠা। বি এ পাশ করে মুম্বই চলে যান এফএডি ইন্টারন্যাশনালে স্টাইলিং কোর্স করার জন্য। তবে জানা যাচ্ছে কাজের সূত্রেই আলাপ দুজনের। সেই সূত্রের প্রেম আর সেখান থেকেই বিয়ে। রাফতরের সঙ্গে কিছু মিউজিক ভিডিওতেও একসঙ্গে কাজ করেছেন। মনরাজ জাওয়ান্দা স্টাইলিস্ট হিসাবে বেশ কয়েকটি রিয়েলিটি টিভি শো, মিউজিক ভিডিও এবং টিভি বিজ্ঞাপনের অংশ ছিলেন।