নিজস্ব প্রতিনিধি , রায়গঞ্জ : খেলার ছলে পুকুরে স্মান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো দুই বোনের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের শাকদুয়ার গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্কুল বন্ধ থাকায় মাঠে কাজ করছিলো চতুর্থ শ্রেণীর দুই ছাত্রী সিতিকা বর্মন ও সুমি বর্মন। সম্পর্কে তারা কাকাতো বোন। মাঠের কাজ সেরে অন্যান্যদের সঙ্গে পুকুরে স্মান করতে নামে দুই বোন। কিন্তু সাঁতার না জানায় পুকুরের জলে তলিয়ে যায় তারা। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জলে নেমে দুজন কে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে আসে।
কিন্তু চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিনই মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।