নিউজ ডেস্ক : গোয়ালপুকুর ২ নম্বর ব্লকে বাংলা আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় নড়েচড়ে বসলো উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। বুধবার উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর ২ নম্বর ব্লকের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বসেন প্রশাসনিক কর্তারা। উল্লেখ্য গত দু’দিন আগে এই ব্লকে বাংলা আবাস যোজনা প্রকল্পে যে তালিকা প্রকাশ করা হয় তাতে প্রকৃত গরিব মানুষেরা স্থান পাননি বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান বঞ্চিত বিভিন্ন এলাকার গ্রামবাসীরা। ঘরের ব্যাপারে সমীক্ষা চালানো গ্রামীণ সম্পদ কর্মীদের বিরুদ্ধেও উপভোক্তাদের থেকে তোলাবাজির অভিযোগ এনেছিলেন খোদ গ্রামবাসীরা৷ এব্যাপারে আর সি টিভি সংবাদে খবর সম্প্রচারিত হয়৷ বুধবার বিডিও অফিসে এবিষয়ে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পৌরহিত্য করেন বিডিও কানাইয়া কুমার রায়। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক বিভিন্ন দলের নেতারা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে বিডিও কানাইয়া কুমার রায় বলেন, বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল এদিন৷ বৈঠকে প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করেন। এব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন বিডিও।
Next Post
পুকুরে ডুবে মৃত্যু হলো দুই বোনের
Wed Aug 19 , 2020
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিজস্ব প্রতিনিধি , রায়গঞ্জ : খেলার ছলে পুকুরে স্মান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো দুই বোনের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের শাকদুয়ার গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্কুল বন্ধ থাকায় […]

আপনার পছন্দের সংবাদ
-
4 years ago
শুক্রবারের করোনা আপডেট রায়গঞ্জ ও জেলার
-
1 year ago
পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের
-
4 years ago
ডে নাইট ভলিবল টুর্নামেন্টের আয়োজন ইটাহারে