নিউজ ডেস্ক , রায়গঞ্জ : করোনা সংক্রমনের বাড়বাড়ন্তে আতংকিত রাজ্যের মানুষ। বিশেষজ্ঞদের একাংশের মতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতেতে সংক্রমণে লাগাম টানতে সপ্তাহে এক অথবা দুদিন কমপ্লীট লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী চলতি সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার লকডাউনের ঘোষনা করেছে স্বরাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার লকডাউন সফল করতে সকাল থেকেই তৎপর ছিলো পুলিশ প্রশাসন। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং ও রায়গঞ্জ থানার আই সি সুরজ থাপার নেতৃত্বে রায়গঞ্জ শহর ও গ্রামাঞ্চলে অভিযান চালান পুলিশ কর্মীরা। যদিও এদিন দোকানপাট, বাজার সবই ছিল বন্ধ, পথে নামে নি কোনো যানবাহন। রাস্তাঘাট ছিল শুনশান। লকডাউন সফল করতে মাইকিং করা হয় পুলিশের পক্ষ থেকে। রাস্তায় বেরোলে পুলিশী জিজ্ঞাসাবাদের সামনে পড়তে হয় সাধারন মানুষকে। রায়গঞ্জ শহরে কয়েকটি দোকান খোলা থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে সেগুলি বন্ধ করে দেয়।
লকডাউন না মানায় বেশ কয়েকজন কে গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে পুলিশী তৎপরতায় লকডাউন সফল হয়েছে বৃহস্পতিবার।