নিউজ ডেস্ক:আদিবাসী এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার শুকদেবপুর লেবুতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই মহিলার নাম ডেনা বাস্কে (৪০বছর)।
আরও পড়ুন – সমাজ সেবামূলক কাজে খেতাব জয় রায়গঞ্জের সমাজকর্মীর
মঙ্গলবার রাতে শুকদেবপুর গ্রামের রামকৃষ্ণপুর এলাকায় বিয়ে বাড়িতে গিয়েছিলেন তিনি। এরপর এলাকার একটি বাড়ির সামনে থেকে উদ্ধার হয় তাকে৷ মঙ্গলবার রাতেই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই গৃহবধূকে। কিন্তু শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় শক্রবার ভোরে মৃত্যু হয় আদিবাসী গৃহবধু ডেনা বাস্কের। এই ঘটনায় এদিন উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ে বাড়িতে গেলে ফুঁসলিয়ে গৃহবধূকে ফাঁকা স্থানে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালানো হয়৷ এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা।