করোনা পরিস্থিতিতেই শুরু ও শেষ হল অক্ষয় কুমারের “বেল বটম” ছবির কাজ, মুক্তির অপেক্ষা

নিউজ ডেস্ক , ০২ অক্টোবর :  অক্ষয় কুমার অভিনীত “বেল বটম” এর শুটিং কাজ শেষ হল করোনা পরিস্থিতিতেই। বিশ্বের মধ্যে এটিই একমাত্র ছবি যা পেন্ডামিক পরিস্থিতিতে শুরু এবং শেষ করা হয়েছে। আজই একটি নতুন পোস্টার উন্মোচন করেছেন অক্ষয় কুমার। লকডাউন চলাকালীন সিনেমার কাজ শেষ করার জন্য সম্পূর্ণ ক্রু (Crew) -দের ধন্যবাদ জানিয়েছেন অক্ষয় কুমার। ‘বেল বটম’ সিনেমার মধ্য দিয়ে দর্শক একটি নতুন অ্যাডভেঞ্চারের সন্ধান পাবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সিনেমার নতুন পোষ্টার স্যোশাল মিডিয়ায় পোষ্ট করে ক্যাপশনে অক্ষয় কুমার ক্যাপশন লেখেন “Alone we can do so little, together we can do so much. Its teamwork and I am grateful to each and every member of the cast and crew.” “ বেল বটম” এর কাজ যে শেষ তারই ইঙ্গিত দিয়েছেন তিনি। অপরদিকে করোনা পরিস্থিতিতে সিনেমার কাজ শেষ করতে পারায় খুশি পরিচালক রঞ্জিত এম তিওয়ারি।

https://www.instagram.com/p/CFyS9uEnD9r/?utm_source=ig_web_button_share_sheet

সম্প্রতি ছবির স্কটল্যান্ডের কাজ শেষ হয়েছে। অপরদিকে ক্রু এর সাহায্যে এত বড় মাপের কাজ শেষ করতে পারায় খুশি অভিনেত্রী হুমা কুরেসি, লারা দত্তা ও ছবির প্রধান মহিলা চরিত্রে অভিনয় করা বাণী কাপুর। ২ রা এপ্রিল, ২০২১ শে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। অধীর অপেক্ষায় অক্ষয়ের গুণমুগ্ধরা।

Next Post

বাড়ছে টাঙ্গনের জল, বাঁধ ভেঙে প্লাবিত দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের বিস্তীর্ণ এলাকা

Sat Oct 3 , 2020
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিজস্ব সংবাদদাতা , বংশীহারী , ০৩ অক্টোবর :  দক্ষিণ দিনাজপুর জেলার আত্রেয়ী এবং পুনর্ভবা নদীর জল কিছুটা কমলেও এখনও জল বাড়ছে টাঙ্গন নদীর। এদিকে জলের তোড়ে মালদা জেলার গাজোলের কদুবাড়ি এলাকায় ভেঙেছে টাঙ্গন নদীর বাঁধ। যার জেরে […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!