নিউজ ডেস্ক , ০২ অক্টোবর : অক্ষয় কুমার অভিনীত “বেল বটম” এর শুটিং কাজ শেষ হল করোনা পরিস্থিতিতেই। বিশ্বের মধ্যে এটিই একমাত্র ছবি যা পেন্ডামিক পরিস্থিতিতে শুরু এবং শেষ করা হয়েছে। আজই একটি নতুন পোস্টার উন্মোচন করেছেন অক্ষয় কুমার। লকডাউন চলাকালীন সিনেমার কাজ শেষ করার জন্য সম্পূর্ণ ক্রু (Crew) -দের ধন্যবাদ জানিয়েছেন অক্ষয় কুমার। ‘বেল বটম’ সিনেমার মধ্য দিয়ে দর্শক একটি নতুন অ্যাডভেঞ্চারের সন্ধান পাবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সিনেমার নতুন পোষ্টার স্যোশাল মিডিয়ায় পোষ্ট করে ক্যাপশনে অক্ষয় কুমার ক্যাপশন লেখেন “Alone we can do so little, together we can do so much. Its teamwork and I am grateful to each and every member of the cast and crew.” “ বেল বটম” এর কাজ যে শেষ তারই ইঙ্গিত দিয়েছেন তিনি। অপরদিকে করোনা পরিস্থিতিতে সিনেমার কাজ শেষ করতে পারায় খুশি পরিচালক রঞ্জিত এম তিওয়ারি।
https://www.instagram.com/p/CFyS9uEnD9r/?utm_source=ig_web_button_share_sheet
সম্প্রতি ছবির স্কটল্যান্ডের কাজ শেষ হয়েছে। অপরদিকে ক্রু এর সাহায্যে এত বড় মাপের কাজ শেষ করতে পারায় খুশি অভিনেত্রী হুমা কুরেসি, লারা দত্তা ও ছবির প্রধান মহিলা চরিত্রে অভিনয় করা বাণী কাপুর। ২ রা এপ্রিল, ২০২১ শে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। অধীর অপেক্ষায় অক্ষয়ের গুণমুগ্ধরা।