নিউজ ডেস্ক , ০৫ অক্টোবর : অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের (AIIMS) এর ফরেনসিক মেডিকেল বোর্ড সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর ঘটনায় হত্যার দাবি নস্যাৎ করেছে ইতিমধ্যেই। যদিও এই বিষয়ে সিবিআই অফিসিয়াল স্টেটমেন্ট এখনও দেয়নি।
অন্যদিকে (AIIMS) এর চিকিৎসক ডঃ সুধীর গুপ্তের একটি অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে। যেখানে তিনি দাবি করেছেন যে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে ‘খুন’ করা হয়েছিল। এই বিষয়ে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) পারিবারিক আইনজীবী বিকাশ সিংয়ের বলেন, ডঃ সুধীর গুপ্ত আর ফোনের উত্তর দিচ্ছেন না। নিজেই অবস্থান পরিবর্তন করছেন তিনি। যদিও এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ডাঃ সুধীর গুপ্ত-র সাথে ফের কথা বলবেন বলে জানান তিনি। জানা গেছে, সুশান্তের মরদেহের ছবি দেখে ডঃ সুধীর গুপ্ত এই বিবৃতি দিয়েছিলেন। নতুন করে ফরেনসিক দল গঠনের জন্য সিবিআই ডিরেক্টরকে অনুরোধ করতে যাচ্ছেন সুশান্ত সিং রাজপুতের পারিবারিক আইনজীবী বিকাশ সিং। শরীরের বিষের অনুপস্থিতিতে এইমস -এর দল এরকম চূড়ান্ত সিদ্ধান্ত কিভাবে দিল!
যেখানে কুপার হাসপাতালের পোষ্টমর্টেম রিপোর্টে মৃত্যুর সময় নিয়েও ধোঁয়াসা ছিলো। যদিও সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা ডঃ সুধীর গুপ্তের ফাঁস হওয়া অডিও নিয়ে প্রশ্ন তুলেছেন।