নিউজ ডেস্ক , ৩০ সেপ্টেম্বর : একটি ছবি যা দীর্ঘ অভিনয় জীবন এক ফ্রেমে নিয়ে এসেছে। আর স্যোশাল মিডিয়ায় এমন একটি গিফট পেয়ে আপ্লুত বার্থ ডে বয়। আজ টলিউডের প্রায় দুইদশকেরও বেশি সময়ের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বা দা)-এর জন্মদিন। শিশুশিল্পী হিসাবে তিনি প্রথম অভিনয় করেন তার বাবা বিশ্বজিৎ পরিচালিত ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ছোট্ট জিজ্ঞাসাতে।
১৯৮৩ খ্রিষ্টাব্দে দুটি পাতা ছবিতে প্রথম নায়ক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে । ১৯৮৭ খ্রিষ্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি অমর সঙ্গী -র পর থেকে হিট নায়কদের তালিকায় আসেন তিনি। বলিউডের সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। ১৯৮৯ সালে ডেভিড ধাওয়ানের পরিচালনায় আঁধিয়া এবং ১৯৯১ খ্রিষ্টাব্দে মেহুল কুমারের পরিচালনায় মিত মেরে মন কে বলে দুটি হিন্দি ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেন । যদিও সফলতা আসেনি এই ছবি দুটির ঝুলিতে। ২০১২ সালে সাংঘাই ছবিতেও তাকে অভিনয় করতে দেখা যায়। প্রসেনজিৎ ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উনিশে এপ্রিল, উৎসব, চোখের বালি, দোসর, খেলা, দ্য লাস্ট লিয়র ছবিতে অভিনয় করেছেন । দ্য লাস্ট লিয়র ছবিটি তার অভিনীত একমাত্র ইংরেজি ছবি। এই ছবিতে তিনি অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেন।
It feels great when you receive a birthday gift like this. Thank you @mitraniket . God bless pic.twitter.com/4HGh4irRiV
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) September 30, 2020
অপরাজিত তুমি, প্রাক্তন, মিশর রহস্য, জাতিস্মর, লড়াই, ইয়েতি অভিযান, বাঘবন্দি খেলা সাম্প্রতিক কিছু ছবি যা মানুষের মনে দাগ কেটেছে। তার জন্মদিনে ট্যুইটারে গ্রাফিক ডিজাইনার তথা ইলাস্ট্রেটর অনিকেত মিত্র এই ছবি পোষ্ট করেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের নানা পর্যায় স্পষ্ট এই ছবিতে। এই ছবি পেয়ে আবেগপ্রবণ হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেও। ট্যুইটে জানিয়েছেন শিল্পীকে ধন্যবাদ। উল্লেখ্য, দিল বেচারা-র স্টোরিবোর্ড তৈরি করেছেন এই অনিকেত মিত্র। কাজ করেছেন বহু ছবিতে।
শুভ জন্মদিন ❤@prosenjitbumba pic.twitter.com/bA3ayXTh5N
— Aniket Mitra (@mitraniket) September 29, 2020