নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ১৭ অক্টোবর : মালদা জেলার রতুয়া ২ নম্বর ব্লকের পরানপুর অঞ্চলে তৃনমূল কংগ্রেসের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হল শুক্রবার সন্ধ্যায়। এদিন ফিতে কেটে এই কার্যালয়ের শুভ সূচনা করেন জেলা সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর। এলাকার বিধায়ক সমর মুখার্জি সহ অন্যান্যরা এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
এদিন জেলা সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর জানিয়েছেন, নতুন কার্যালয়ের উদ্বোধন হল শুক্রবার সন্ধ্যায়। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অফিসের শুভ সূচনা করা হল। দলীয় বিধায়ক থেকে শুরূ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রয়েছেন। সকলকে নিয়েই নতুন কার্যালয়ের পথ চলা শুরূ হল। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একসাথে একযোগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। প্রতিটি বুথে সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দেন দলীয় কর্মীদের। আগামী বিধানসভা নির্বাচনে সবকটি কেন্দ্র থেকে মানুষের আশীর্বাদে বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এদিনের কর্মসূচীতে এলাকার বিধায়ক সমর মুখার্জি সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন।