নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১৬ অক্টোবর : পুজোর আগে গোপনসুত্রে খবর পেয়ে বড়সড় ডাকাতির ছক বানচাল করলো চাঁচল থানার স্পেশাল অ্যান্টিক্রাইম টিম।
বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ চারজনের একটি ডাকাত দলকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, চাঁচল থানার পহরিয়া শ্মশানে বেশকয়েকজন দুষ্কৃতী জমায়েতের খবর আসে পুলিশের কাছে।
টহলদারীতে বেড়িয়ে স্পেশাল অ্যান্টিক্রাইম টিম ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতীদের তাড়া করে চারজনকে গ্রেপ্তার করে।যদিও দলের বাকী সদস্যরা পালিয়ে যায়।ধৃতদের কাছ থেকে বেশকিছু ধারালো অস্ত্রসহ, এক রাউন্ড গুলি ও একটি পাইপগান বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের পাঁচদিনের পুলিশী হেফাজত চেয়ে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।এ বিষয়ে চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন যে, পুজোর আগে অপ্রীতিকর ঘটনা রুখতে মালদা জেলা পুলিশ সুপারের নির্দেশে পুলিশের স্পেশাল ক্রাইম টিম গঠন করা হয়েছে। সেই টিম টহলদারী চালানোর সময় দুষ্কৃতিদের জড়ো হওয়ার খবর এলে হানা দেয় পুলিশের দল।ধৃতদের মধ্যে বেশকিছু জনের আগেও ক্রিমিনাল রেকর্ড রয়েছে চাঁচল থানায়।তদন্ত সাপেক্ষে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে এরা চাঁচল ও পার্শ্ববর্তী রাজ্য বিহার এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে ওই স্থানে জমায়েত হয়েছিল বলে জানান সুকুমারবাবু।