নিউজ ডেস্ক , ১১ অক্টোবর : সব ঠিক থাকলে পুজোর পর রাস্তায় নামতে চলছে কোচবিহারের ঐতিহ্যবাহী দোতলা বাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে নভেম্বর মাসে রাস্তায় চলবে দোতলা বাসটি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা-র চেয়ারম্যান অপূর্ব সরকার। তিনি জানিয়েছেন কলকাতার পাশাপাশি ডবল ডেকার বা দোতলা বাস চালু ছিল কোচবিহারেও।
আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে কোচবিহারে ওই দোতলা বাস চলাচল করত। কিন্তু দীর্ঘদিন যাবৎ কোচবিহারে অবস্থিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সদর দফতর প্রাঙ্গণে অবহেলায় অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছিল ওই দোতলা বাসটি। বর্তমানে সেটিকে মেরামত করে ঝা চকচকে রুপ দেওয়া হয়েছে। আগামী নভেম্বর মাস থেকে বাসটি রাস্তায় চলাচল করবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান। তবে এব্যাপারে বিশেষ আলোচনার অবকাশ রয়েছে বলে জানান তিনি। কারণ এই ডবল ডেকার বা দোতলা বাসের যন্ত্রাংশ বা পার্টস পাওয়া যায় না। ফলে রাস্তায় বেরিয়ে কোথাও কোনো ব্রেকডাউন হলে সমস্যায় পড়তে হবে কর্মীদের। তাই এবিষয়ে চূড়ান্ত বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আসন্ন নভেম্বর মাসে যে দোতলা রাস্তায় চলছে তা নিশ্চিত করে দেন তিনি।