নিউজ ডেস্ক, ২০ ডিসেম্বর : দেশের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পরামর্শে পার্লামেন্ট ভেঙে দিলেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবি ভাণ্ডারী। রবিবার সকালে মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত চুড়ান্ত হয়।
বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, হিমালয়ের কোলের এই দেশটিতে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২২ সালে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ভান্ডারী রবিবার ঘোষণা করেছেন , জাতীয় নির্বাচন ২০২১ সালের ৩০ এপ্রিল থেকে ৩১ মে ‘র মধ্যে অনুষ্ঠিত হবে। দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে , সংবিধান পরিষদীয় আইনের বিষয়টি নিয়ে ক্রমাগত চাপ বাড়ছিল প্রধানমন্ত্রী ওলির ওপর। গত মঙ্গলবার প্রেসিডেন্ট ভাণ্ডারীকে দিয়ে তা সইও করিয়ে নিয়েছিলেন তিনি। এছাড়া বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ওলির বিরুদ্ধে অসন্তোষ তৈরি হচ্ছিল সর্বত্র।