নিউজ ডেস্ক , ২২ ডিসেম্বর : কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইনের প্রতিবাদে দিল্লিতে আন্দোলনে সোচ্চার কৃষকরা। তাদের দাবী আইন বাতিল করতে হবে। মঙ্গলবার কৃষক আন্দোলন ২৭ দিনে পড়ল। সমস্যার সমাধান কবে হবে তা নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা। সরকার এবং কৃষক দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়। ফলে যত দিন যাচ্ছে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
তবে এবারে কৃষকদের পাশে থেকে তাদের মনোবল বাড়াতে ও আন্দোলনে সামিল হতে সুদূর পটিয়ালা থেকে ২৫০ কিলোমিটার দূরে দিল্লির সিংঘু সীমানায় হাজির হলেন বছর বাষট্টির মনজিৎ কাউর। ঘরের ছেলেরা নিজেদের দাবি আদায়ে ঠান্ডা উপেক্ষা করে দিল্লিতে বসে রয়েছেন। তাই তিনি আর চুপ করে ঘরে বসে না থেকে নিজেই জিপ চালিয়ে কয়েক জন সঙ্গীকে নিয়ে হাজির হয়েছেন সিংঘু সীমান্তে। তাঁর উদ্দেশ্য একটাই, এই আন্দোলনে কৃষকদের পাশে থেকে আরও জোরদার লড়াইয়ের বার্তা দেওয়া।