নিউজ ডেস্ক, ৩০ অক্টোবর : ২০২১ সালের জানুয়ারির মধ্যে উৎখাত করা হবে ইমরান খানের সরকারকে । এমনই কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি।
গিলগিট-বালতিস্তানে প্রাদেশিক আইনসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আয়োজিত একটি জনসভায় এমন হুঁশিয়ারি বিলওয়াল ভুট্টোর। বিলওয়াল ভুট্টোর মন্তব্য, পাকিস্তান পিপলস পার্টি দলটিই একমাত্র গিলগিট-বালতিস্তানের জনগণের দাবি পূরণ করতে পারে। ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে শুধু মাত্র পাকিস্তান পিপলস পার্টিই গিলগিট-বালতিস্তানের জনগণের দাবিকে প্রকাশ্যে এনেছিল ।আগামী ১৫ নভেম্বর গিলগিট-বালতিস্তানে আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। কাশ্মীর এবং লাদাখ সীমান্তে অবস্থিত গিলগিট বালতিস্তান নিয়ে ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যে বিতর্ক দীর্ঘ দিনের। সেনা দিয়ে ওই অঞ্চল পাকিস্তান দখল করে রেখেছে। ফলে সেখানে নির্বাচন বেআইনি,বলে দাবি ভারতের।