নিউজ ডেস্ক, ৩০ অক্টোবর : সেনেগাল থেকে ইউরোপ অভিমুখে দিকে যাওয়ার পথে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে। চলতি বছর নৌকাডুবির এটাই সবচেয়ে দুর্ঘটনা।
জানা গিয়েছে , শনিবার ২০০ যাত্রী নিয়ে রাজধানী ডাকার থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে এমবৌর শহর থেকে নৌকাটি ছাড়ে। পরে নৌকাটিতে আগুন লেগে যায়।সেনেগাল ও স্পেনের নৌবাহিনী এবং মৎস্যজীবীরা ৬০ জনকে উদ্ধার করেছে। ১৪০ জনের খোঁজ পাওয়া যায়নি এখনও পর্যন্ত ।পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপ যাওয়ার জন্য জলপথে খুব চালু রুট এটি। তবে বিগত কয়েক বছর ধরে স্প্যানিশ সরকারের পক্ষ থেকে সেখানে টহলদারি বৃদ্ধির পর সাময়িকভাবে এই রুট ব্যবহার করে ইউরোপে যাওয়ার প্রবণতা কমে এসেছিল। এই বছর নতুন করে তা আবারও বৃদ্ধি পেয়েছিল।