নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ১৬ অক্টোবর : ২১ হাজার টাকা বেতন প্রদান, সরকারি নিয়ম মেনে ছুটির ব্যবস্থা চালু, সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া সহ দাবিতে আন্দোলনে নামল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা কমিটি৷
শুক্রবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনের সামনে হাতে ব্যানার, ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যারা৷ মূলত জেলার বিভিন্ন ব্লক থেকে করোনা আবহের মধ্যেও পেটের তাগিদে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে মিড ডে মিলের রাঁধুনীদের এই সংগঠন। সংগঠনের সম্পাদিকা রুবিনা খাতুন বলেন, মিড ডে মিলের রাঁধুনিরা বাড়ির মতই নিজের কর্মস্থলকে ভালবেসে ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিলের খাবার রান্না করেন অথচ সরকার থেকে কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না। নেই সরকারি কর্মীর মতন স্বীকৃতি কিংবা সংসার চালানোর মতন বেতন। এমনকি ১২ মাস কাজ করলেও দেওয়া হয় ১০ মাসের বেতন। এই দ্রব্যমূল্য ব্রদ্ধির যুগে সামান্য দেড় হাজার টাকায় কী হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অবিলম্বে ২১ হাজার টাকা বেতন প্রদান, সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি, মাতৃত্বকালীন ছুটি সহ বিভিন্ন দাবিতে এদিন জেলা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয় বলে জানিয়েছেন সংগঠন নেতৃত্ব। দাবি মানা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।