নিউজ ডেস্ক, ১২ সেপ্টেম্বর : শনিবার গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিজয় রুপানি। রাজ্যের রাজভবনে রাজ্যপাল আচার্য্য দেবব্রতের কাছে তার পদত্যাগপত্র জমা দেন তিনি। এই ঘটনার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বিজয় রূপানির জায়গায় গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল ভূপেন্দ্রভাই প্যাটেলকে। রবিবার নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে বৈঠকে বসে বিজেপির পরিষদীয় দল। সেখানেই ভূপেন্দ্রভাই প্যাটেলের নামে সিলমোহর পড়ে।
তিনি গুজরাটের ঘাটলোদিয়া কেন্দ্রের বিধায়ক। আগে এই কেন্দ্র থেকেই নির্বাচিত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেল।উল্লেখ্য, শনিবারই আচমকা সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার কথা জানান বিজয় রূপানি। দল তাঁকে সংগঠনে ফেরার নির্দেশ দেওয়াতেই এই সিদ্ধান্ত, বলছেন রূপানি। ইস্তফার সিদ্ধান্ত ঘোষণা করে তিনি বলেন, “দল আমাকে যা দায়িত্ব দিয়েছে অনুগত সৈনিক হিসাবে আমি তা পালন করেছি। আমি গুজরাটের জনতাকে ধন্যবাদ জানাতে চায় গুজরাটে গত পাঁচ বছরে যে নির্বাচন বা উপনির্বাচন হয়েছে, সবকিছুতেই আমাদের জেতানোর জন্য। আমি এবার সংগঠনের দায়িত্ব সামলাব।” কিন্তু কেন ইস্তফার সিদ্ধান্ত? তা নিয়ে মুখ খুলতে চাননি রূপানি। তাঁর দাবি, বিজেপিতে এই ধরনের পরিবর্তন অস্বাভাবিক কিছু নয়। তিনি আগামী দিনেও বিজেপি নেতৃত্বের অনুগত সৈনিক হিসাবেই কাজ করবেন।