নিউজ ডেস্ক , ০৩ ডিসেম্বর : সামনেই লোকসভা নির্বাচন। তার আগে বিজেপিকে কেন্দ্র থেকে উৎখাত করতে ময়দানে নেমেছে তৃণমূল। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাজ্যের জেলায় জেলায় বুথে বুথে চলছে আন্দোলন কর্মসূচি। একই ছবি রায়গঞ্জ শহরেও।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দিকে দিকে আন্দোলনে নেমেছে তৃনমূল।
রবিবার রায়গঞ্জ শহরের ৩ টি ওয়ার্ডে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। এদিন ২৬ নং ওয়ার্ডের দেবীনগর এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগ তুলে এদিন সুর চড়ান ওয়ার্ড তৃণমূল নেতৃত্ব। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কো-অর্ডিনেটর অভিজিৎ সাহা সহ অন্যান্যরা।
পুকুর থেকে উদ্ধার নিষিদ্ধ কফ সিরাপ
একই ভাবে এদিন ১৭ নং ওয়ার্ডেও তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল। ওয়ার্ডের প্রতিটি পাড়ায় মিছিল পরিক্রমা করে। উপস্থিত ছিলেন ওয়ার্ড কো-অর্ডিনেটর তথা মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী চৈতালী ঘোষ সাহা, ভোলা পাল সহ অন্যান্যরা। এদিনের মিছিল থেকে বিজেপিকে আক্রমণ সানান উপস্থিত নেতৃত্ব। অপরদিকে রায়গঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডেও এদিন প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল। এই মিছিলে নেতৃত্ব দেন ওয়ার্ড কো-অর্ডিনেটর তথা জেলা যুব তৃণমূলের সহ সভাপতি অনিরুদ্ধ সাহা।