দুস্কৃতীদের গুলিতে নিহত ব্যবসায়ী, নেপথ্যে গ্রাম্য বিবাদ

দুস্কৃতীদের গুলিতে নিহত ব্যবসায়ী, নেপথ্যে গ্রাম্য বিবাদ

নিউজ ডেস্ক , ৪ ডিসেম্বর : সাধারণ গ্রাম্য ঝামেলাকে কেন্দ্র করে চলল গুলি। প্রান হারালেন এক ব্যক্তি। রবিবার রাতে এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে রায়গঞ্জ থানার অন্তর্গত বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভুলকাই গ্রামে। মৃত ব্যক্তির নাম লালুয়া শেখ (৫৫)। পেশায় তিনি মুদি ব্যবসায়ী।

“দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য রেলের আরও যত্নশীল হওয়া উচিত”-সুকান্ত

স্থানীয় সূত্রে জানা যায়, ঐ এলাকায় অবস্থিত একটি ক্লাবের বোর্ড টাঙানো ঘিরে ঝামেলার সূত্রপাত। স্থানীয়রা জানান, এলাকায় খাস জমির উপরে ভুলকাই যুব সংঘ নামের একটি ক্লাব রয়েছে। গত কদিন আগে সেই জমির উপরে ক্লাবের বোর্ড টাঙান সদস্যরা। পাশেই রয়েছে ঐ গ্রামেরই বাসিন্দা সোলেমান হকের জমি। সোলেমান এই বোর্ড টাঙানোয় আপত্তি জানান বলে অভিযোগ।

১৩১৪৫ রাধিকাপুর এক্সপ্রেস দূর্ঘটনা

এ নিয়ে ২ পক্ষের মধ্যে তুমুল বচসা হয়। ঐদিন ক্লাবের পক্ষে সোলেমানের বিরুদ্ধে সুর চড়ান লালুয়া শেখ। ফলে সোলেমানের সাথে তার ধাক্কাধাক্কিও হয়। সেদিনই সোলেমান লালুয়াকে গুলি করে খুন করার হুমকি দিয়েছিল বলে অভিযোগ।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে চলছে আন্দোলন কর্মসূচি

ঘটনার কদিন বাদে রবিবার রাতে দোকানে বসেছিলেন লালুয়া শেখ। সেসময় দুস্কৃতীরা এসে তাকে গুলি করে চলে যায় বলে অভিযোগ। তড়িঘড়ি লালুয়া শেখকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনায় কান্নায় ভেঙে পরেছেন পরিবারের সদস্যরা। সোলেমানের দিকেই আঙুল তুলেছেন মৃতের মেয়ে। সোমবার দেহের ময়নাতদন্ত করা হয়। এই ঘটনায় পুলিশে অভিযোগ জানানো হয়েছে। ১ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এই ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার পঞ্চায়েত সদস্য জইনুল হক।

পুকুর থেকে উদ্ধার নিষিদ্ধ কফ সিরাপ

Next Post

আতঙ্কের প্রহর কাটিয়ে রায়গঞ্জে পৌঁছালো দুর্ঘটনাগ্রস্ত কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস

Mon Dec 4 , 2023
নিউজ ডেস্ক , ০৪ ডিসেম্বর : আতঙ্কের প্রহর কাটিয়ে অবশেষে সোমবার বিকেল ৪.৩০ নাগাদ কিছুসংখ্যক যাত্রী নিয়ে রায়গঞ্জে পৌঁছালো দুর্ঘটনাগ্রস্ত কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি। উল্লেখ্য রবিবার রাত দেড়টা নাগাদ বল্লালপুরের কাছে রেললাইনে ঢুকে পড়া একটি বালিভর্তি লড়িকে ধাক্কা মেরে লাইনচ্যুত হয় ট্রেনটির কয়েকটি বগি। দুস্কৃতীদের গুলিতে নিহত ব্যবসায়ী, নেপথ্যে গ্রাম্য বিবাদ […]

আপনার পছন্দের সংবাদ