নিউজ ডেস্ক , ৩ ডিসেম্বর : এবার পুকুর থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ। শহরের পূর্ব হালদারপাড়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ এদিন সন্ধায় পূর্ব হালদার পাড়ায় অবস্থিত একটি পরিত্যক্ত পুকুরে কিছু সন্দেহজনক জিনিস ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
রাজ্য প্রশাসনের ওপর আস্থা নেই! বিজেপির রাজ্য সভাপতির দ্বারস্থ বিপর্যয় মোকাবিলা কর্মীরা
এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ।পুলিশ পৌঁছে প্যাকেট গুলি উদ্ধার করতেই চক্ষু চড়কগাছ হয়ে পড়ে সকলের। মোট ১৩ টি প্যাকেট থেকে প্রায় ১৫০০ বোতল নিষিদ্ধ কফ সীরাফ উদ্ধার করে পুলিশ। কী করে পুকুরে ফেন্সিডিলের বোতলের প্যাকেট এল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ কয়েকদিন আগে গঙ্গারামপুরের নীলডাঙ্গা এলাকায় অবস্থিত একটি পেট্রোল পাম্প থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে STF।
মাতৃযান ধর্মঘটের জেরে বিপাকে প্রসূতী মায়েরা
এই ঘটনার কিছুদিন কাটতে না কাটতেই ফের গঙ্গারামপুরের পূর্ব হালদারপাড়ায় পরিত্যক্ত পুকুর থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। অনেকেই মনে করছে বাংলাদেশ লাগোয়া এই জেলা কার্যত মাদক পাচারকারীদের সেভ করিডরে পরিণত হয়েছে।