মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত যুবক, আহত ১

মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত যুবক, আহত ১

নিউজ ডেস্ক,১৬ই ডিসেম্বরঃমর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আহত এক জন। বৃহস্পতিবার রাতে এই দূর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের এফসিআই মোড় সংলগ্ন এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের উপরে। জানা গিয়েছে, মৃত ঐ যুবকের নাম পবিত্র রায়, বয়স ২৯। এই ঘটনায় আহত হয়েছেন পবিত্রর বন্ধু রাখী সাহা, তাঁর বয়স ২৫। দুজনেরই বাড়ি কালিয়াগঞ্জে।আহত রাখী জানান,তাঁরা কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে এসেছিলেন ব্যক্তিগত কাজে। এরপর কাজ সেরে জাতীয় সড়ক ধরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় এফসিআই মোড় সংলগ্ন এলাকায় হঠাৎই একটি লরি চলে আসে সামনে। বাইকের ব্রেক ঠিকঠাক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পবিত্র। তখনই লরির ধাক্কায় পবিত্রর মৃত্যু হয়। রায়গঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। পাশাপাশি আহত রাখী সাহাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Post

অজানা জন্তুর আতঙ্ক এলাকায়

Sun Dec 18 , 2022
নিউজ ডেস্ক,১৮ই ডিসেম্বর :অজানা জন্তুর আতঙ্কে চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের খানপুর দিঘাবসতপুর এলাকায়।জানা গিয়েছে, কদিন ধরেই এক অজানা জন্তুর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকার জমিতে দেখা মিলছে ওই জন্তুর। জমির ফসল কেটে নষ্ট করছে সেই জন্তুগুলি। এমনিতেই শীতের মরসুমে শুরু হয়েছে রবিশস্যর চাষ।রবিবারও দিঘাবসতপুরে জাহাঙ্গীর আলমের ছয় কাঠা জমিতে লাগানো সর্ষে […]

আপনার পছন্দের সংবাদ