গাড়ির ধাক্কায় প্রান গেল এক ব্যক্তির

নিউজ ডেস্ক,৯ই ডিসেম্বর : গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের গোয়ালপাড়া এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের উপরে। স্থানী বাসিন্দা মৃত ঐ ব্যক্তির নাম গৌতম দাস (৪৫)। এদিন রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হলে শুক্রবার ভোরে মৃত্যু হয় তার। ঘটনায় শোকের আবহ পরিবারে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Post

নতুন আইনে দত্তক শিশুদের

Sat Dec 10 , 2022
নিউজ ডেস্ক,১০ই ডিসেম্বর:পরিবারহীন দুই অনাথ শিশু পেল তাদের নতুন পরিবার। মালদা জেলা সমাজকল্যান দপ্তরের অধীনস্ত আবাসনের থাকা নয়মাস ও দুই বছর বয়সী এই দুই শিশুকে দত্তক নেওয়ার জন্যে আবেদন করেছিল শহরের দুটি পরিবার।উল্লেখ্য প্রতিবছরই গড়ে প্রায় ১০থেকে ১২ জন পরিবার পরিত্যক্ত শিশুর ঠিকানা হয় সমাজকল্যান দপ্তরের সরকারি হোমে।অনেক সহৃদয় পরিবার […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম