বেয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চার সঙ্গী এবারে অক্ষয় কুমার

বেয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চার সঙ্গী এবারে অক্ষয় কুমার

নিউজ ডেস্ক :   গভীর জঙ্গলে অ্যাডভেঞ্চারের সঙ্গী হয়েছিলো তার সাথে নরেন্দ্র মোদী ( Narendra Modi)  ,  রজনীকান্ত থেকে শুরূ করে অনেক ভি ভি আই পি মানুষেরা। এবারে সেই বেয়ার গ্রিলসের সাথে গভীর জঙ্গলে অ্যাডভেঞ্চারের সঙ্গী হলেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar)। এর আগে রূপোলি পর্দায় তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন মানুষেরা ; এবারে হাজির তিনি গভীর জঙ্গলে।

ইতিমধ্যেই অক্ষয় কুমার নিজের টুইটারে পোস্ট করেছেন সেই ছবি ও ভিডিও। এই ধারাবাহিকের সম্পূর্ণ শ্যুট হয়েছে মাইসোরের জঙ্গলে। তবে অক্ষয় কুমারের সাথে একদিনের শ্যুট হয়েছে বান্দিপুর টাইগার ফরেস্টে। নিজের অ্যাডভেঞ্চারের বর্ণনা প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন একের পর এক চ্যালেঞ্জ এর মুখোমুখি হয়েছে তারা। বিভিন্ন রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী থেকেছেন তিনি। সব মিলিয়ে বেয়ার গ্রিলসের সাথে কাজ করার অভিজ্ঞতাও অন্যরকম। করোনা আবহে ঠিক সময়ে শ্যুট করা সম্ভব হয়নি, সেকারণেই অনেকটা পিছিয়ে গিয়েছে এটির সম্প্রচার। সব সম্ভবনা কাটিয়ে অবশেষে ১১ ই সেপ্টেম্বর দেখা যাবে ডিসকভারি প্লাস অ্যাপে এবং ১৪ ই সেপ্টেম্বর সম্প্রচারিত হবে ডিসকভারি চ্যানেলে। শুধুমাত্র ইংরেজি ভাষাই নয় বিভিন্ন ভাষাকে গুরুত্ব দিয়ে একাধিক ভাষায় সম্প্রচারিত হবে এই শো টি। বিভিন্ন দেশের মানুষদের জন্য এই শো টি সম্প্রচারিত হবে টিভির পর্দায়। সব মিলিয়ে দর্শকেরা ভীষণ উচ্ছ্বসিত তাদের পছন্দের বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারকে রূপোলি পর্দার বাইরে নতুনরূপে দেখার জন্য।

 

আরও পড়ুন :  মাদকের টাকা জোগাড় করতে না পাড়ায় গুলি বন্ধুকে

Next Post

করোনা রিপোর্ট নেগেটিভ সি এস কে শিবিরের উচ্ছ্বসিত সমর্থকেরা

Tue Sep 1 , 2020
নিউজ ডেস্ক :  অবশেষে খুশির হাওয়া সি এস কে শিবিরে। ভারতীয় দলের ২ খেলোয়াড় সহ শিবিরের যে ১৩ জন করোনা আক্রান্ত হয়েছিল, ফের করোনা পরীক্ষা হলে মঙ্গলবার তাদের সকলের রিপোর্ট নেগেটিভ আসে। সকলে করোনামুক্ত হলেও অনুশীলনে এখনই মাঠে নামতে পারবে না সি এস কে র শিবির। বৃহস্পতিবার ফের তাদের করোনা […]

আপনার পছন্দের সংবাদ