আচমকা রান্নার গ্যাসের আমদানী বন্ধ রায়গঞ্জের ইন্ডিয়ান অয়েলের অধীনস্থ রায়গঞ্জের একটি ডিস্ট্রিবিউটর পয়েন্টে। এর জেরে বিগত ৮দিন ধরে চরম সমস্যায় গ্রাহকরা। বর্তমান সময়ে গ্যাস ছাড়া একমুহূর্ত চলা দায়। গ্যাস না পেলে হেঁশেলে হরতাল। তাই নিত্যপ্রয়োজনীয় এই জ্বালানির আচমকা সংকটের জেরে উদ্বেগ তৈরী হয়েছে লালবিহারী এন্টারপ্রাইজের অধীনে থাকা গ্রাহকদের মধ্যে।
কেনো জামিন হলো না পার্থ চট্টোপাধ্যায়ের
এই প্রতিষ্ঠানের এক কর্নধার শিবব্রত প্রামানিক বলেন, গত ১২ই নভেম্বর তার কাছে শেষ গাড়ি আনলোড হয়েছিল। তারপর আর গ্যাস আসেনি। তিনি বহুবার ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। কিন্তু কোনো সদুত্তর মেলেনি। এদিকে গ্যাস না পেয়ে হন্যে হয়ে ঘুরছেন গ্রাহকরা। কেন এই পরিস্থিতি তৈরী হল তা বুঝে উঠতে পারছেন না তারা।গ্যাস না মেলায় প্রভাব পড়েছে স্কুলের মিড ডে মিলে। মিড ডে মিলের রান্না বন্ধ হওয়ার জোগাড় হয়েছে।