নিউজ ডেস্ক , রায়গঞ্জ ১৯ সেপ্টেম্বর : বিরোধী দলগুলি আগেই অভিযোগ করেছিলো করোনা পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে আর্থিক প্যাকেজের নামে বেসরকারিকরণের পথে হাঁটছে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকার । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) জানিয়েছেন , ‘নতুন আত্মনির্ভর ভারত দাঁড়িয়ে থাকবে পাবলিক সেক্টর এন্টারপ্রাইস পলিসির উপর।
স্ট্র্যাটেজিক সেক্টরে ও সরকারি ক্ষেত্রেও প্রাইভেট সেক্টরকে স্বাগত জানানো হবে।’ ইতিমধ্যেই রেল, কয়লা, খনিজ উত্তোলন, বিদ্যুৎ, বিমানবন্দরের মতো ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এই সমস্ত ক্ষেত্রে বেসরকারি পুঁজির দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি বিরোধী দলগুলি। কেন্দ্রের এই জনস্বার্থ নীতির প্রতিবাদে এবং রেলকে বেসরিকারী হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নামলো এস ইউ সি আই -এর রায়গঞ্জ লোকাল কমিটি।
শনিবার উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে র ডি আর এমের কাছে স্মারকলিপি জমা দিলো সংগঠন নেতৃত্ব। এদিন রায়গঞ্জ রেলস্টেশনের স্টেশন ম্যানেজারের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। রেলের বেসরকারিকরন,টিকিটের দাম কমানো, যাত্রী সুরক্ষা, সমস্ত ট্রেন চালু সহ বিভিন্ন দাবীতে সরব হন তারা। মাধবীলতা পাল সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচী তে উপস্থিত ছিলেন।