নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ১৯ সেপ্টেম্বর : দিন দিন রায়গঞ্জ শহরে বাড়ছে যানজট। সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় সবজি ও মাছের বাজার বসে যাওয়ার কারনে অপরিসর রাস্তা দিয়ে যানবাহন, মোটরবাইক ও সাইকেল এবং সাধারণ মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে।
এরপর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহনের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ার সাথে সাথে থাকে সকালের অফিস টাইম ও সন্ধ্যার সময় শহরের মোহনবাটি, কুমারডাঙ্গি,নিউমার্কেট, থানা রোড, টাউন ক্লাব রোড, এম জি রোড, বিবেকানন্দ মোড়,লাইন বাজার, বি বি ডি মোড় প্রভৃতি এলাকায় তিল ধারণের জায়গা থাকে না। শহরের বিভিন্ন প্রান্তে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যান নিয়ন্ত্রণে নানা ব্যবস্থা নেওয়া হলেও পরিস্থিতি ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে।করোনা অতিমারির কারনে এখন ট্রেন চলাচল বন্ধ। কিছুদিন পর তা চালু হলে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠবে।
যদিও এব্যাপারে রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের যানজট নিয়ন্ত্রনে নিরন্তর নানা পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে।মোহনবাটি বাজারের সামনে বাস বে নির্মান,ঘড়ি মোড় থেকে রেলষ্টেশন যাওয়ার রাস্তায় ডিভাইডার বসানো, দেবীনগর এলাকায় ওয়ান ওয়ে নির্মান করার কাজ চলছে জোরকদমে। শহর জুড়ে বসানো হয়েছে রেলিং, তৈরী করা হয়েছে ফুটপাথ।