নিউজ ডেস্ক , রায়গঞ্জ ১৮ সেপ্টেম্বর : টানা কয়েকদিনের নিরবিচ্ছিন্ন বৃষ্টিপাতের ফলে অনেকটাই জল বেড়েছে রায়গঞ্জের কুলিক নদীর। পুজোর আগে শহর সংলগ্ন এই নদীর জল ফুলে-ফেঁপে ওঠায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে পুর এলাকার বাসিন্দাদের।
বিগত দিনে পূজোর সময় বৃষ্টির কারণে শারদীয়ার আনন্দ মাটি হয়েছে শহরবাসীর।তার ওপর এবছর করোনা সংক্রমনের জেরে ইতিমধ্যেই নাজেহাল সাধারণ মানুষ। তাই পুজোর আগে নিত্যদিনের এই মেঘলা আকাশ ও বৃষ্টিতে স্বাভাবিকভাবেই মন খারাপ রায়গঞ্জ বাসির। অন্যদিকে, টানা বৃষ্টির ফলে পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তায় জল জমে গিয়েছে ইতিমধ্যেই। নিকাশি ব্যবস্থা এখনও ঢেলে সাজিয়ে তুলতে পারেনি পুরসভা কর্তৃপক্ষ বলে অভিযোগ তুলছেন বিরোধীরা। শহরেরর অশোক পল্লী, পূর্ব নেতাজিপল্লী, বিধাননগর, মিলন পাড়া, পূর্ব উকিল পাড়া,রবীন্দ্রপল্লী সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির জল জমে যাওয়ায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে ওইসব এলাকার বাসিন্দাদের।
পুর নাগরিকদের দাবি, অবিলম্বে সুষ্ঠু নিকাশি ব্যবস্থা গড়ে তুলুক পুরসভা। পাশাপাশি বর্ষায় শহরের অলিগলি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। অবিলম্বে এ ব্যাপারেও পুর কর্তৃপক্ষের ইতিবাচক পদক্ষেপ গ্রহনের দাবিও উঠেছে শহরবাসীর পক্ষ থেকে।