নিউজ ডেস্ক , ১৭ ডিসেম্বর : কেন্দ্রে বিরোধী INDIA জোটের বৈঠক এবং ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।এই দুই বৈঠককে সামনে রেখে দিল্লি উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
বয়সের বেড়াজাল পেরিয়ে পঁয়তাল্লিশে এম এ পাশ বিথীকার
২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সকাল ১১ টায় দেখা করবেন মমতা বন্দোপাধ্যায়।রাজ্যের পাওনা টাকা আদায়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বৈঠকের দিকেই তাকিয়ে রাজ্যের মানুষ।কেন্দ্র টাকা না পাঠানোয় বন্ধ হয়ে রয়েছে রাজ্যে ১০০ দিনের কাজ এবং বাড়ি নির্মান কাজ।১০০ দিনের কাজ করেও এখনও বকেয়া রয়েছে কয়েক হাজার শ্রমিকের প্রাপ্য।অভিষেক বন্দোপাধ্যায়ের প্রতিশ্রুতি মেনে সাংসদদের আর্থিক সহায়তায় শ্রমিকদের বকেয়া কিছুটা মিটিয়ে দেওয়া হয়েছে।অথচ এখনও পর্যন্ত কোনও অর্থ পাঠায় নি কেন্দ্র।
আইনজীবীর বাড়িতে হামলা, অভিযোগ শাসকদলের কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে
অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে পাওনা টাকা আদায়ে ধর্না দেওয়ার পাশাপাশি কলকাতায় রাজভবনের সামনেও চলে ধর্না।কিন্তু আজও প্রাপ্য টাকা না মেলায় এবার সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গী হওয়ার কথা রয়েছে অভিষেক বন্দোপাধ্যায়,সুদীপ বন্দোপাধ্যায়,ডেরেক ওব্রায়েন সহ দলের শীর্ষ নেতৃত্বের।থাকবে তৃণমূলের সংসদীয় দল।প্রাপ্য টাকা আদায়ে মমতা বন্দোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রাজ্যের মানুষ।রবিবার দিল্লি রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখেমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন পাওনা টাকা আদায়ে অভিষেকের পাশাপাশি দলের সাংসদরাও আন্দেলন করেছেন।তিনি নিজে কলকাতায় ধর্না কর্মসূচী করেছেন।পাওনা আদায়ে এর আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।আবারও তিনি প্রধাননমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।