নিউজ ডেস্ক , ১১ সেপ্টেম্বর : রাজ্যপালের পাঠানো চিঠির খোলাসা করলেন মুখ্যমন্ত্রী।মঙ্গলবার বিদেশ সফরে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।শিল্প আনতে স্পেনের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার স্পেন রওনা দেওওয়ার আগে সোমবার রদবদল করলেন রাজ্য মন্ত্রীসভার।মুখ্যমন্ত্রী বলেন মন্ত্রীসভার রদবদলে সই করেছেন রাজ্যপাল।সেই চিঠি এসেছে নবান্নে।পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন বিদেশ সফরের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল।ফলে প্রশ্ন উঠেছে তাহলে মন্ত্রীসভার রদবদলের চিঠিই কি মধ্যরাতে সই করে নবান্নে পঠিয়েছিলেন রাজ্যপাল।মঙ্গলবার স্পেন রওনা দেওয়ার আগে সোমবার নবান্ন থেকে মন্ত্রীসভার রদবদলের ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমমতা বন্দোপাধ্যযায়।বাবুল সুপ্রিয়র কাজে কিছুটা হলেও অসন্তুষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী।ফলে বাবুল সুপ্রিয়কে সরানো হলো পর্যটন দপ্তর থেকে।
এদিকে মন্ত্রীসভায় দায়িত্ব বাড়লো জ্যোতিপ্রিয় মল্লিকের।বন দপ্তরের পাশাপাশি শিল্ল পুনর্গঠন দপ্তরের দায়িত্বে জ্যোতিপ্রিয় মল্লিক।পর্যটন দপ্তর থেকে সরানো হলো বাবুল সুপ্রিয়কে।পর্যটন দপ্তরের দায়িত্ব দেওয়া হলো ইন্দ্রনীল সেনকে।বাবুল সুপ্রিয়কে করা হলো তথ্য প্রযক্তি দপ্তর।পঞ্চায়েত দপ্তরের পাশাপাশি সমবায় দপ্তরের দায়িত্ব দেওয়া হলো প্রদীপ মজুমদারকে।সমবায় দপ্তর হাতছাড়া হলো অরূপ রায়ের।পরিবর্তে অরূপ রায়কে দেওয়া হলো খাদ্য প্রক্রিয়াকরন দপ্তর।মুখ্যমন্ত্রীর স্পেন যাত্রার আগে রদবদল ঘটানো হলো রাজ্য মন্ত্রীসভায়।রদবদলের বিষয়টি সোমবার নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়