নিউজ ডেস্ক, ১৯ সেপ্টেম্বর : মালদা জেলার মানিকচকে দুর্ঘটনার কবলে পড়া বেসরকারি বাসটিকে নয়ানজুলি থেকে শনিবার সন্ধ্যায় উদ্ধার করল মানিকচক থানার পুলিশ। এদিন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা পুলিশের ডিএসপি প্রশান্ত দেবনাথ সহ অন্যান্য পুলিশকর্তারা।
উল্লেখ্য, শনিবার বিকেলে মালদা জেলার মানিকচক থানার মালদা মানিকচক রাজ্য সড়কের বাকিপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক শিশুর। নিয়ন্ত্রন হারিয়ে বাসটি নয়ানজুলিতে পরে যাওয়ায় আহত হয় প্রায় ৩০ জন বাসযাত্রী। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিকচকের দিক থেকে মালদা শহরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বেসরকারি বাস। সেই সময় হঠাৎই একটি শিশু বাসের সামনে চলে আসায় বাসটি ওই শিশুটিকে পিষে দেয়। এরপর নিয়ন্ত্রন হারিয়ে বাসটি নয়ানজুলিতে পরে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাসের ভেতরে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিল। এঘটনায় কমবেশি সকলেই আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশবাহিনী সহ প্রশাসনিক আধিকারিকেরা। স্থানীয় বাসিন্দা এবং পুলিশকর্মীদের সহায়তায় দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের উদ্ধার করা হয়। মৃত শিশুটিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আহত বাসযাত্রীদের বর্তমানে চিকিৎসা চলছে মানিকচক গ্রামীণ হাসপাতাল এবং মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দুর্ঘটনার পর আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন পুলিশকর্মীরা। যদিও শনিবার সন্ধ্যাতেই মানিকচক থানার আইসি অক্ষয় পালের উদ্যোগে পুলিশ কর্মীদের তৎপরতায় দুটি ক্রেনের সাহায্যে নয়ানজুলি থেকে ওই বাসটিকে উদ্ধার করা হয়। পাশাপাশি পুলিশকর্মীরা নয়ানজুলিতেও তল্লাশি চালান। এই ঘটনায় নতুন করে আর কোন হতাহত হয়নি বলে জানিয়েছে মানিকচক থানার পুলিশ।