নিউজ ডেস্ক , চাঁচল , ২৩ সেপ্টেম্বর : জলাশয় থেকে এক ব্যক্তির পচাগলা মৃত দেহ উদ্ধারের ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়ালো চাঁচলের রানিকামাত নিমতলা এলাকায়। এদিন চাঁচল হরিশ্চন্দ্রপুর ৮১ নং জাতীয় সড়কের ধারে থাকা একটি জলাশয় থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির দেহ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত ব্যক্তির নাম বাবলু সেখ তার বাড়ি চাঁচলের রানিকামাত এলাকায়। গত চারদিন থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। এরপর তাকে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করার পরেও কোন হদিস পাওয়া যায়নি। এ নিয়ে চাঁচল থানায় একটি লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। বুধবার এলাকার কৃষকেরা ওই ব্যক্তির মৃতদেহ জলাশয়ে ভাসতে দেখেন।
ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসে।
খবর পেয়ে আসেন বাবলু শেখের পরিবারের সদস্যরা। মৃতের পরনের কাপড় দেখে সেটিকে বাবলু শেখের মৃতদেহ বলে চিহ্নিত করে পরিবারের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে চাঁচল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠিয়েছে। যদিও পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।