নিউজ ডেস্ক, ইংরেজবাজার, ২৪ সেপ্টেম্বর : পুকুরে জাল ফেলা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে হাঁশুয়া দিয়ে কুপিয়ে দুজনকে খুন করার অভিযোগ উঠল অপর পক্ষের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম আরো কয়েকজন। বুধবার গভীর রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার থানার পার্বত্যা গ্রামে। পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তিদের নাম অর্জুন ঘোষ ও ফুলচাঁদ ঘোষ। জানা গিয়েছে,
বুধবার বিকেলে এলাকার এক পুকুরে জাল ভেসে আসে।সেসময়
মাছ ধরার জন্য পুকুরে ওই জাল ফেলে অর্জুন ও ফুলচাঁদ।কিছুক্ষণ পর গ্রামেরই বাসিন্দা রাজেশ ও পান্ডব রায় এসে তাদের কাছে জালের দাবি জানায়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে অর্জুন ও ফুলচাঁদকে কোপাতে থাকে এলোপাথাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের। তাদের বাঁচাতে এসে জখম হয় পরিবারের কয়েকজন সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ দুটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঠায় পুলিশ। এই ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজেশ, পান্ডব সহ চারজনকে আটক করেছে পুলিশ।পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার থানার পক্ষ থেকে গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।