ফার্ম থেকে মুরগি ছিনতাই, পুলিশের জালে অভিযুক্তরা

ফার্ম থেকে মুরগি ছিনতাই, পুলিশের জালে অভিযুক্তরা

নিউজ ডেস্ক , ইংরেজবাজার , ২৩ সেপ্টেম্বর :   একটি পোল্ট্রি ফার্ম থেকে মুরগির ছিনতাইয়ের ঘটনার চারদিনের মাথায় ছিনতাইকারীদের গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ; ধৃতরা হলো গৌতম মণ্ডল, আব্দুল জেম, ইমদাদুল হক, প্রসেনজিৎ মণ্ডল, পরিমল মণ্ডল, মিথুন মণ্ডল, গৌরাঙ্গ মণ্ডল। এদের প্রত্যেকের বাড়ি মালদহের বৈষ্ণবনগর এলাকায়। আর অপর এক ধৃত সন্তোষ মন্ডলের বাড়ি ঝাড়খণ্ডে। উল্লেখ্য, শনিবার গভীর রাতে ইংরেজবাজার থানার মিল্কির লালাপুর এলাকার বিক্রম মণ্ডলের পোল্ট্রি ফার্মে একটি পিকআপ ভ্যানে কয়েকজন দুষ্কৃতী হঠাৎই হামলা চালায়। ফার্মের মালিক বিক্রম মণ্ডল কে গুরুতরভাবে জখম করে দিয়ে ওই ফার্ম থেকে প্রায় ৮০০ টি  মুরগি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

নিজস্ব চিত্র , ইংরেজবাজার

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই পোল্ট্রি ফার্মের মালিক বিক্রম মণ্ডল ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ। ওই ঘটনার ৪ দিন পরেই ৮ জন ছিনতাইকারীকে হাতেনাতে পাকরাও করে পুলিশ। পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করেছে ওই ফার্মে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যেই গিয়েছিলেন এবং সেই মুরগিগুলো তারা সেখান থেকে ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। পরবর্তীতে ওই  মুরগিগুলো অন্য কোথাও বিক্রি করেছেন তারা। এই ঘটনায় পিকআপ ভ্যানটি পুলিশ আটক করেছে। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলে পুলিশ। ঘটনার তদন্ত শুরূ করেছে পুলিশ।

Next Post

পুরোহিতদের সিদ্ধান্ত নিয়ে চাপানউতোর

Wed Sep 23 , 2020
নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ২৩ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের পুরোহিত ভাতা প্রদানের ঘোষনার পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তথা  আইএনটিটিইউসি’র (INTTUC) জেলা সভাপতি অরিন্দম সরকারের উপস্থিতিতে তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’ র পতাকা হাতে তুলে দেওয়ার ঘটনায় দ্বিধা বিভক্ত রায়গঞ্জ শহরের পুরোহিত সমাজ। পুরোহিতের একাংশের বক্তব্য, “পুরোহিত কল্যাণ সমিতি […]

আপনার পছন্দের সংবাদ