নিউজ ডেস্ক, ৮ জুলাই : দীর্ঘ ৫৫ বছর পর বিশ্বমানের কোনো ফাইনাল খেলবে ইংল্যান্ড। শেষ বার ১৯৬৬ সালের বিশ্বকাপের ফাইনাল খেলেছিল তারা, হয়েছিল বিশ্বজয়ীও।
নকআউট পর্বের বাধা টপকে এবার ট্রফি জেতার আরো কাছাকাছি পৌঁছে গেল ইংল্যান্ড। প্রতিপক্ষ ডেনমার্ককে ২-১ গোলে পরাজিত করেছে হ্যারি কেনের দল।
বুধবার রাতে ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে ডেনমার্কের রূপকথার যাত্রা শেষ করে দিল গ্যারেথ সাউথগেটের ছেলেরা। এদিন খেলায় প্রথমেই গোল করে এগিয়ে যায় ডেনমার্ক। তারপরে তাদের খেলার ধরনটা রক্ষণশীল হয়ে যায়। কিন্তু ডেনমার্কের আত্মঘাতী গোলের ফলের ম্যাচে সমতা ফেরে ইংল্যান্ডে। ম্যাচের অতিরিক্ত সময়ে হ্যারি কেনের পেনাল্টি থেকে গোলে ২-১এ জিতে যায় ইংল্যান্ড। ডেনমার্কের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ম্যাচে শেষ ছয় বারের সাক্ষাতে মাত্র একবারই জয় পেয়েছে ব্রিটিশ বাহিনী। ২০০২ ফুটবল বিশ্বকাপে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ড শিবির। এছাড়া ৩ ম্যাচ ড্র ও ২ ম্যাচ হারতে হয়েছে ইংল্যান্ডকে। ওয়েম্বলি স্টেডিয়ামে এখনও পর্যন্ত যতবারই ২ দলের দেখা হয়েছে ততবারই ১-০ ব্যবধানে জিতেছে জয়ী দল। পাঁচবার ইংল্যান্ড জয় পেয়েছে, তো দুবার জয় পেয়েছে ড্যানিশরা। তাঁরা প্রতিযোগিতামূলক ম্যাচে শেষ ২ বার জয় পেয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৮৩ ও ২০২০ সালে। এই নিয়ে ইউরো কাপে নিজেদের তৃতীয় সেমিফাইনাল খেলতে চলেছে ইংল্যান্ড। এর আগে ১৯৬৮ সালে যুগস্লোভানিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল। ১৯৯৮ সালে জার্মানির বিরুদ্ধে পেনাল্টিতে হারতে হয় তাঁদের। ডেনমার্কের এই নিয়ে চতুর্থ সেমিফাইনাল ইউরো কাপে। এর আগে ১৯৬৪, ১৯৮৪ ও ১৯৯২ সালে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছিল ডেনমার্ক।
আগামী ১২ই জুলাই ওয়েম্বলিতেই স্বপ্নের ফাইনালে শিরোপা লড়াইয়ে নামবে দারুণ ছন্দে থাকা ইতালি ও ইংল্যান্ড।