লকডাউনে শুনশান রায়গঞ্জ শহর , দেখুন ভিডিও

লকডাউনে শুনশান রায়গঞ্জ শহর , দেখুন ভিডিও

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ : করোনা সংক্রমণ রুখতে সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই মর্মে ২৭শে অগাস্ট লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পূর্ণ লকডাউন সফল করতে শহরজুড়ে টহলদারী চালায় রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী৷ শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলিতে এদিনও ছিল কড়া পুলিশি পাহারা।

জরুরি পরিষেবা ছাড়া খোলেনি কোনো দোকানপাট। রাস্তায় দেখা মেলেনি কোনো সরকারি ও বেসরকারি যানবাহন। বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তাঘাট ছিল প্রায় জনমানবশূন্য। অপ্রয়োজনে বের হওয়া মানুষজনকে এদিন পুলিশ বাড়ি ফিরিয়ে দেয়। উল্লেখ্য দিনে দিনে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, তাই সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

দেখুন ভিডিও :

আরও পড়ুন :১০০ তে অবিস্মরণীয় ভানু বন্দোপাধ্যায়

Next Post

শশ্মানের মাটি কেটে বিক্রির অভিযোগ, উত্তেজনা এলাকায়

Thu Aug 27 , 2020
নিজস্ব সংবাদদাতা , করণদিঘী :    ট্রাক্টরে করে শশ্মানের মাটি কেটে নিয়ে বিক্রি করার ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরের করণদিঘী ব্লকের আলতাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার বেলটুলি আদিবাসী পাড়ায়। ঘটনায় নাম জড়ায় বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী ডন সিংহের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ট্রাক্টরে করে শশ্মানের মাটি কেটে […]

আপনার পছন্দের সংবাদ