একনজরে দেখে নিন পুর-ওয়ার্ড ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক,রায়গঞ্জ : মঙ্গলবার অর্থাৎ ২৫ শে -আগস্ট পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩৫১। পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন ” মঙ্গলবার পুর এলাকায় ১ জনের সংক্রমণ ধরা পড়েছে। একনজরে দেখে নিন ওয়ার্ড ভিত্তিক আক্রান্তের সংখ্যা।

১২নম্বর ওয়ার্ডে -০১জন।

উল্লেখ্য রাজ্য স্বাস্থ দপ্তরের বুলেটিন অনুযায়ী ২৫ শে আগস্ট উত্তর দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২০৮৬। ২৫-শে আগস্টের বুলেটিন অনুযায়ী নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা সংখ্যা ৪৬।

যারা কোভিড যোদ্ধা হিসেবে কাজ করছেন তাঁদের সম্মান করুন। কোভিড আক্রান্তদের প্রতি মানবিক দৃষ্টিকোন গড়ে তুলুন।

Next Post

মাদার টেরিজার ১১০ তম জন্মদিন

Wed Aug 26 , 2020
নিউজ ডেস্ক ,  শাশ্বতী চক্রবর্তী :   আজ মাদার টেরিজার ১১০ তম জন্মদিন। যাঁর আসল নাম ছিল আনিয়েজ গঞ্জে বয়াজিউ। তিনি ১৯১০ সালের এই দিনে অটোমান সাম্রাজ্যের আলবেনিয়া রাজ্যের স্কপিয়ে শহরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল নিকোলো ও মায়ের নাম ছিল দ্রানা বয়াজিউ। মাত্র আট বছর বয়সে তার বাবা মারা […]

আপনার পছন্দের সংবাদ