নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৪ ডিসেম্বর : দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে থাকা লক্ষ লক্ষ টাকার বিল অবিলম্বে প্রদান এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে সোচ্চার হল উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে সোমবার থেকে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে গিয়ে এক অতিরক্ত জেলাশাসকের দেখা না মেলায় ক্ষোভ প্রকাশ করেন তারা। সেখানেই পরে তাদের দাবি পত্র জমা দেন তারা।
সংগঠনের সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন,’গত লোকসভা নির্বাচনের সময় ইটাহার বিধানসভা এলাকায় ভোটের কাজের জন্য প্রশাসন থেকে যে গাড়িগুলি ভাড়া নেওয়া হয়েছিল সেগুলো ছাড়াও করোনা অতিমারির সময়েও ভাড়া নেওয়া গাড়ির প্রায় ৮ লক্ষ টাকা বিল পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। বার বার বিল প্রদানের দাবি জানানো হলেও কোনো কাজই হচ্ছে। বিলের ফাইলই নাকি প্রশাসনের ঘর থেকে হারিয়ে গেছে বলা হচ্ছে। এমনটা হলে খুবই দুঃখজনক৷’ পাশাপাশি তিনি আরও বলেন,’যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৩৪ ও ৩১ নম্বর জাতীয় সড়কে। যানজটের কারণে বাস বিলম্বে পৌঁছচ্ছে গন্তব্যস্থলে। এতে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের। এরকম পরিস্থিতি চলতে থাকলে আগামীদিনে রাস্তায় বাস চলাচল বন্ধ করে দিতে তারা বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন প্লাবনবাবু।’ পাশাপাশি বিল না মেটালে আগামীদিনে তারা প্রশাসনকে কোনো গাড়ি আর ভাড়া দেবেন না বলে সাফ জানিয়ে দেন সংগঠনের সম্পাদক প্লাবন প্রামাণিক।