আমানতকারীদের টাকা ফেরত না দেওয়ায় ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ আমানতকারীদের

আমানতকারীদের টাকা ফেরত না দেওয়ায় ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ আমানতকারীদের

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৫ ডিসেম্বর : রায়গঞ্জের বকুলতলায় অবস্থিত একটি মহিলা ব্যাংকে আমানত কারীদের টাকা সময়মত ফেরত না দেওয়ার অভিযোগে মঙ্গলবার ফের ব্যাঙ্কে বিক্ষোভ প্রদর্শন করলো আমানতকারীরা।জানা গিয়েছে, রায়গঞ্জ মহিলা কো- অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নামে ওই ব্যাঙ্কটিতে ছোট ও বড় দুই ধরনের আমানতকারীদের অর্থ গচ্ছিত রাখতে রাখার সুবিধা রয়েছে।

এমনকি মান্থলি ইনকাম স্কিমের টাকা রয়েছে অনেক আমানতকারীদের। কিন্তু তাদের অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে ব্যাংকে এসেও সময়মতো তারা টাকা পাচ্ছেন না। এই আশঙ্কাতে শুক্রবার দিনভর বিক্ষোভ দেখান গ্রাহকেরা। সীমা রায় নামে এক আমানতকারী অভিযোগ করেন, পরিচারিকার কাজ করে এই ব্যাঙ্কে কুড়ি হাজার টাকা জমা করেছিলাম। কিন্তু তিনবছর ধরে এই সমস্যা চলে আসছে। প্রতিদিনই ব্যাঙ্কে এসে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। নানান কারণ দেখিয়ে টাকা না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফলে সমস্যার সমাধান না হওয়ায় ফের মঙ্গলবার ব্যাঙ্কে বিক্ষোভ দেখান গ্রাহকেরা।ব্যাঙ্ক ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা।যদিও এবিষয়ে ওই মহিলা ব্যাংকের ম্যানেজার লাবনী দেবগুপ্ত বলেন, কিছু আইনি জটিলতার কারণে আমানতকারীদের টাকা সময়মত ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি করোনা পরিস্থিতির কারণে ঋণ সংগ্রহ করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবুও ব্যাঙ্কের বোর্ড সদস্যরা চেষ্টা চালাচ্ছেন, যত তাড়াতাড়ি সম্ভব আমানতকারীদের টাকা ফেরত দিয়ে দেওয়া যায়।

Next Post

জমি দখল নিয়ে মারধোর সহ মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে,অভিযোগ দায়ের থানায়

Tue Dec 15 , 2020
নিজস্ব সংবাদদাতা , ইংরেজবাজার , ১৫ ডিসেম্বর : জমি নিয়ে বিবাদের জেরে মহিলাদের শ্লীলতাহানি সহ মারধরের জেরে আক্রান্ত হল একই পরিবারের চারজন। ঘটনায় চাঞ্চল্য মালদার ইংরেজবাজার থানার লিচু মোড় এলাকায়।জানা গিয়েছে, পালপাড়া এলাকার বাসিন্দা সীমন্ত কুমার পালের ৩৩ শতক জমি রয়েছে স্থানীয় লিচু মোড় এলাকায়। সেই জমি ছোটন সাহা নামে […]

আপনার পছন্দের সংবাদ