নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৫ ডিসেম্বর : রায়গঞ্জের বকুলতলায় অবস্থিত একটি মহিলা ব্যাংকে আমানত কারীদের টাকা সময়মত ফেরত না দেওয়ার অভিযোগে মঙ্গলবার ফের ব্যাঙ্কে বিক্ষোভ প্রদর্শন করলো আমানতকারীরা।জানা গিয়েছে, রায়গঞ্জ মহিলা কো- অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নামে ওই ব্যাঙ্কটিতে ছোট ও বড় দুই ধরনের আমানতকারীদের অর্থ গচ্ছিত রাখতে রাখার সুবিধা রয়েছে।
এমনকি মান্থলি ইনকাম স্কিমের টাকা রয়েছে অনেক আমানতকারীদের। কিন্তু তাদের অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে ব্যাংকে এসেও সময়মতো তারা টাকা পাচ্ছেন না। এই আশঙ্কাতে শুক্রবার দিনভর বিক্ষোভ দেখান গ্রাহকেরা। সীমা রায় নামে এক আমানতকারী অভিযোগ করেন, পরিচারিকার কাজ করে এই ব্যাঙ্কে কুড়ি হাজার টাকা জমা করেছিলাম। কিন্তু তিনবছর ধরে এই সমস্যা চলে আসছে। প্রতিদিনই ব্যাঙ্কে এসে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। নানান কারণ দেখিয়ে টাকা না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফলে সমস্যার সমাধান না হওয়ায় ফের মঙ্গলবার ব্যাঙ্কে বিক্ষোভ দেখান গ্রাহকেরা।ব্যাঙ্ক ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা।যদিও এবিষয়ে ওই মহিলা ব্যাংকের ম্যানেজার লাবনী দেবগুপ্ত বলেন, কিছু আইনি জটিলতার কারণে আমানতকারীদের টাকা সময়মত ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি করোনা পরিস্থিতির কারণে ঋণ সংগ্রহ করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবুও ব্যাঙ্কের বোর্ড সদস্যরা চেষ্টা চালাচ্ছেন, যত তাড়াতাড়ি সম্ভব আমানতকারীদের টাকা ফেরত দিয়ে দেওয়া যায়।